জীবনের প্রান্তিক সীমায় এসে
মরনের কল্পনা চোখেতে ভাসে
কি জবাব দেবো গিয়ে খোদার কাছে
জবাব দিবার মতো কি আমল আছে।


প্রতিটি কদমে গুনাহ করি বারবার
মিথ্যার সাথে সহসা চলে কারবার
কখনো বলিনি খোদা করো গুনাহ মাফ
তাহলে কেমনে খোদা করে দিবেন সাফ।


দাম্ভিকতার সহিত কেটেছে জীবন
কখনো ভাবিনা ঘরে আসবে মরণ
চার পায়ের গাড়ি যখন এসে যায় বাড়ি
কতো রঙের ভালবাসা যেতে হয় ছাড়ি।