দিনে দিনে কমেছে রক্তের মূল্য ও মূল্যায়ন।


এখন আর রক্তের জন্য দৌড়াতে হয় না, কাঁদতে হয়না, আকুতি করতে হয়না।
রক্ত দাতাকেও এখন ধন্যবাদ দিতে হয় না।
রক্ত পাওয়া যায় এখন অহরহ অবিরত।


মানবের রক্ত সেতো এখন মূল্যহীন অবস্তা।
রক্ত এখন চতুর্দিকে ঝরছে, সাগরের পানি লাল হচ্ছে, লাল হচ্ছে নদী নালা,খাল বিল, রাজপথ।
রক্ত কারো জন্য শরাব, কারো স্নান করার জল।
কারো জন্য পায়ের আলতা।
কারো জন্য তৈরী হয়েছে রক্ত গালিচা, যার উপর দিয়ে ক্ষমতার মসনদে আসীন।


তাইতো দিনে দিনে মানবের রক্ত আজ মূল্যহীন।