যে ছড়ার প্রাণ নেই ঘ্রাণ নেই
যায় কি বলো ছড়া
যে ছড়ার তাল নেই সুর নেই
যায় কি বলো পড়া।


যে ছড়ার ছন্দ নেই দ্বন্দ্ব নেই
কেমনে হলো গড়া
যে ছড়ার স্থান নেই মান নেই
কেমনে যায় ধরা।


যে ছড়ায় বৃষ্টি নেই মিষ্টি নেই
হয়ে থাকে মরা
যে ছড়ায় কৃষ্টি নেই সৃষ্টি নেই
যায়না বলা ছড়া।


যে ছড়া ছন্দ তালে বৃষ্টি ঝরে
হৃদয়ে নাড়ে কড়া
যে ছড়া গান গেয়ে মন কাড়ে
তাকেই বলে ছড়া