যুগান্তরে হারিয়েছি -তেপান্তরের মাঠ!
খেলছি হাডু ডু- ভেঙ্গেছি হাড়!
মায়ের বকনি খেয়ে ফিরেছি ঘরে!
দুপুরের রোদ চিরে বেরিয়েছি মাঠে।


আজ ঘর বন্ধি - বন্ধি নেটে!
ফোন নিয়ে পড়ে থাকি  নেটওয়ার্কে!


আজ হয় না খেলা কোন নতুনের সৃষ্টি!
সৃষ্টি হয় না আর কলাহ!
সভ্য হয়েছে সবে।
মিলেমিশে থাকার দিন হারিয়েছে কবে!


আজ সবে একাকী ভার্চুয়াল জগতে!
সবাই খুব ব্যস্ত থাকি অনলাইনে ঘরে!