আমার চুলে পাক ধরেছে!
বয়স হয়নি তেমন!
সংসার আমার ঘাড়ে চেপেছে,
বল নাই তা টানার।


আমি টানতে চেয়েও চেয়ে রই,
পুরান চাকার তরে!
চাকাটাও নরবর নরবরে!
ভয়ে কাপে মোর বুক থরবরে!


আমি শুধু জপি তারে,
পার করে লও মোরে!
ওহে খোদা দয়াময়!
পথ দেখাও আমারে।
সংসার আমার চালাও তুমি!
হও গো আমার পথের সঙ্গী!


পুরান চাকা রাখি যতন,
আমার ঘুরাও সাদরে!
আমি যেন ঘুরতে পাড়ি,
বইতে পাড়ি সংসারের ভার!