কবিতা আর হয় না লেখা!
হারিয়ে গেছে মোর প্রিয়তমা!
ছন্দ আমার হয় না মনে!
ভাসে তার স্মৃতি গুলো সময়ে!

প্রকৃতিই যেনো মনের বিরুদ্ধে!
অন্তরালে লুকিয়ে গেছে তার সাথে!
ভাবতে বেশ অবাক ই লাগে!
দুঃসময়ে হারিয়ে গেছে সকলে!

ছন্দ গুলো কাঁটাবনে,,,,
প্রেমিকা মোর অন্যের ঘরে!
দু নয়নে শুধু আজ অশ্রু গরে!

হয় না লেখা সুখের কথা!
প্রেমিকা দিয়ে গেছে ব্যাথ্যা।
আকাশ ছুয়ে স্বপ্ন ভেঙ্গে গেছে!
পূরন হওয়ার আগে!

প্রতিটি কথা যেন বার বার বাজে!
প্রতিধ্বনি হয়ে তা আসে আবার ফিরে!
হৃদয়টা ফেটে যায়,, কষ্টের চিৎকারে!
আমি ছাড়া সেই কান্না শুনে না কোনো লোকে!