শিক্ষকতা অদ্ভুত এক নেশা!
সম্মান যার সামনে করে নত মাথা!
সেই শিক্ষকদের নিয়েই আজ,
বাঙ্গালি করছে রসিকতা!


শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড -
শিক্ষক তার   কারিগর!
শিক্ষকরাই জাতির সেরা!
ভবিষ্যতের রুপকার!


বাংলার বুকে আজ শিক্ষকেরা হয় অপমান!
জোকার সাজিয়ে তাদের করায় নাচ গান!
এ কেমন শিক্ষার কারিকলাম?


যে শিক্ষা দেয় তোমায় আমায়,
জোগায় বেঁচে থাকার জোগান!
মুখ বন্ধ করে কেন দেখো -
তাদের এ অপমান?


আনন্দের মাঝে তারাও দিতে পারে শিক্ষা!
বিবেকবানের উর্ধে তারা।
তারাই দেয় আজ নম্রতার পরিচয়!
তবে কেন- তাদেরকেই পথে ঘাটে হতে হয় অপমান!?


প্রজন্ম যাচ্ছে রসাতলে -উন্নতির এক পালা ক্রমে!
শিক্ষক  আজ হার মানে জীবিকার তাগিদে!
হটাও এই শিক্ষা মন্ত্রী -রানীর রাজ্য থেকে!
বাঁচাও শিক্ষা -বাঁচাও শিক্ষক!
নয়তো বদলে দেন শিক্ষার এই কারিকুলাম।
ফিরে আসুক  - ফিরে পাক শিক্ষক প্রাপ্য সম্মান!
না হয় শিক্ষক আপনি অন্য রাজ্যে করেন প্রস্থান!