জীবন যুদ্ধ একসময় হবে সাঙ্গ!
খুলিয়া যাবে সহস্র দার!
প্রতিপথে রবে সবি!
আমিই শুধু রবো না আর!


চোখের পাতাটা ঢাকিবে কেহ!
আলতো হাতের ছোয়ায়!
অন্ধকার হবে,চারিপাশ তখন!
শক্তি রবে না চাওয়ার!


দৌড়ে আমি ধরতে গিয়ে,
সময় গেল পলকে!
ধরার পরে বোঝলাম আমি,,
বৃথাই আমার আহাজারি!


লক্ষ্য কি যে ভুল বটে!
আসল লক্ষ্য কয়জনে করে?
দুনিয়া দুনিয়া করে,এতো রাহাজানি!
দেহ খানি থমকে দাড়ালে!
দুনিয়াটাই মিছে!


সাঙ্গ হবার আগে এই খেলার.!
আল্লাহকে নেও চিনে!