জগৎ জুরিয়া মার খায় দুর্বল চিরকাল!
অর্থের রয়েছে যার অকাল।
এমন করেই কাটবে নিশিদিন!
তবুও দুর্বল হবে না বিলীন।
শ্রমের পরিবর্তে পাবে না নায্য পাওনা!
রুখে তো কেউ দাড়াও না।


রুখে দাড়াও,,ঘুরে দাড়াও,,,বন্ধ করো কাজ!
লজ হোক ধনীর,, ক্ষতির সামাল দিতে গিয়ে হারাক প্রাণ।
তোমার শ্রমিকরাও তো হারাও বলো অর্থের অভাবে পরিবার পরিজন।
তবে কেনো এত মায়া,,, এত মমতা,,
কঠোর হতো পারো না।


তোমার কাজে আজ সে কোটিপতি,,
করছে বিলাশবহুল জীবন।
তুমি কি এই ভাবে খেটে যাবে আজীবন।


চেয়ে দেখো তাকিয়ে রয় তোমার দিকে কতশত তারা!
কাজ না দিলে সবাই নিজের পায়ে দাড়া!