ও গো রহিম রহমান   - তুমি কত যে মহান-
সৃজন করিলা ভূবন করিয়া ফরমান  -
ওগো রহিম রহমান, তুমি কত যে মহান,,, সৃজন করিলা ভুবন করিয়া ফরমান!


তুমি আদমকে করলে সৃষ্টি মাটি হতে -
সেই মাটিরে সম্মান দিলে নিজ হুকুমে,,,
ওগো রহিম রহমান,, তুমি কত যে মহান -
তোমারি গুণগান করি সকাল বিকাল -
তোমার মহিমায় কাটে যেন আমারি প্রাণ!
ওগো রহিম রহমান, তুমি কত যে মহান।


ভোরের সূর্যি উঠে তোমার নাম মুখে, ডেকে যায় যেন কে মসজিদের মাইকে -ওগো রহিম রহমান,,,তুমি কত যে মহান,,, সৃজন করিলা ভূবন করিয়া ফরমান।

(  বেলা শেষে তোমারি নাম,,,  লয়ে যাই পরপারে,,,
  তোমার মহিমাতে আবার চোখ মেলে দেখি দুনিয়া যে।)
  ওগো রহিম  রহমান-তুমি কত যে মহান।
- ভোগি তোমারি নিয়ামত,,,,,, তুমি করো গো রহমত,,
- ও-------গো রহিম রহমান