হয়তো ওপারে ভালোকিছু রাখছে!
তাইতো এপারে দুঃখের নদী বইছে!
ঘন ঘন জোয়ার আসে - ঝরায় শুধু বারিধারা!
ওপারের সুখের জন্য বুকে বাধি আশা।


বারিধারা ভূমি ছোঁয় -ছোয় না পুতুলের মন!
আজব এক মাটির পুতুল দুঃখ দিল -সারাটা জনম!


সে পুতুলের কত বাহানা -দেখিলাম একা একা!
কত রং তামাশা! কত প্রেম, ভালোবাসা!
জুড়ায় যেন আমার প্রাণ! আহা!
আমি জানি তার মনের সাধনা!


যেটুকু রূপ আমি দেখছি নয়নে!
তবু আমি কিছু পুতুল রাখতে চাই যতনে!
যার পুতুল সে খেলে, অন্য এক নিয়মে!
তাইতো মন থেকে যায় মুছে!
পুতুলের কি দোষ দিবো!
সে কি আর ওপারের কথা ভাবে!


দুঃখের নদীর পানির নাই শেষ!
জোয়ারে যায় বোঝা!
জোয়ার ছাড়াও নদীর উথাল-পাতাল!
আমি ছাড়া আর  কেউ পায় না দেখা!


দুঃখের নদী শেষ হলে সুখের পাবো দেখা!
সুখ আর দুঃখ নিয়ে এই-পুতুল খেলা!