ইশ কি নোংরা!  দেখতে বাজে,
বিশ্রী গন্ধে শ্বাস আটকে আসে।
নাই কেহ আশেপাশে পরিষ্কার করতে!
ফুটপাত,, পরিবেশ,,, বাঁচাতে।


অন্ধ আজ ভদ্রলোক কোটসুট পড়ছে!
রাস্তায় আর্বজনা তারাই শুধু করছে।
গন্ধে প্রাণ যায়,,, গাড়িটেনে দূরে যায়।
পরিষ্কারের পদক্ষেপ কেউ কি নিচ্ছে?

রাস্তার দুদিকে কত লোক চলছে।
কারো  চোখে ময়লা কি পড়ছে?
সুশিক্ষিত লোক যে পরিষ্কার করে-
শিক্ষিত মুখোশ ধারী,,, ধিক্কার দিচ্ছে!
ছি বলে নাকমুখ চেপে,, দূরে গিয়ে ভাব ধরে।
এদের জন্য দেশ আজ রসাতলে!


দূষণমুক্ত পরিচ্ছন্ন দেশ গড়তে হলে,
আসো মানুষ দলে দলে -
পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে!


************


#(আসুন সবে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে যোগ দেই।
নিজের আশেপাশের জায়গা, রাস্তা পরিষ্কার করি।
সোনার বাংলাদেশ গড়তে এবং সুস্থতা থাকার লক্ষ্যে।
নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং  অপরকে সচেতন করি।)