ভেঙ্গে ওই জেলখানা-
মুক্ত করো দেশের হায়না!
ওরা দেশকে বাঁচতে, দেশকে গড়তে!
হিংস্র হয়ে ওঠে রাজপথে!


ওরা ওদের জন্য নয়!
ওরা সবার জন্যই হয়!
রাজপথ আজ শূন্য যেন,
সাহারার মরুভূমি।


ওদের কেউ মুক্ত করো!
রাজপথে নামো সবে!
নিজের অধিকার পেতে হলে,
সাহায্যের হাত বাড়াও সবে।


রাজপথের ওই শূন্যস্থান পূরণ করো।
হায়নাদের মুক্ত করে দেশকে গড়!


ওরা দেশের জন্য লড়ে,
ওরা দেশের তরে লড়বে!
ওরা জানে, ওরা বোঝে!
তাইতো ওরা হায়না রুপ ধরে-
রাজপথে নামে।


রাজপথ হায়নাহীন,
শো - শো করে দেখো!
ধিক্কার জানায় প্রতিটি বালুকণা!
স্বাধীন করেও পেলি না স্বাধীনতা!


স্বাধীনদেশে স্বাধীনতার জন্য লড়ে যারা!
তাদের তরে জুটে ওই বন্ধীশালা।
মুক্ত করো,মুক্ত করো দেশের যত হায়না!
রাজপথে চাই মিছিল মিটিং!
ফিরে পেতে চাই স্বাধীনতা!