নদীরাও কথা কয়!
করে যায় গান!
অরুপ সে ঢেউয়ের ভাষায়-
কাইরা লয় প্রাণ।


কত নদী বেড়ায় ঘুরে -
সৃষ্টির এপ্রান্ত থেকে ঔ প্রান্তরে!!
বয়ে বুকে জলধারা!
মিটায় তৃষ্ণা সকলের!


আমিও পড়েছি নদীর প্রেমে!
শান্ত নদী- তার হরেক রুপে!
ক্ষণে ক্ষণে ভাবি খুনি!
কাইরা নিল কত প্রাণ!
ক্ষনে আবার হুস ফিরে!
দেখি নদী কত মহান!!


ওই নদী জল না বইলে!
কৃষক কি পাড়বে চষিত?
জেলে কোথা ধরবে মাছ!
কোথা হবে হরেক মাছের বাস?


তবু দেখি ধীরে ধীরে!
প্রাণ হারাচ্ছে নদীরা!
শুকনো নদীর উড়ন্তবালি!।
বলে বেড়ায় - প্রাণ হারানোর কাহিনী!!