নানাজান কই তুমি?
এহন তো আর মোর খবর লও না!
কত গল্প না বলেছিলা রাতে!
কত পথ হেঁটেছি একসাথে!
আমার কতা কি মনে পড়ে না!


কতদিন কেটে গেলো!
একবার লাগিয়াও খোঁজ নিলানা।
আমারে কি সত্যিই ভুইলা গেলা?


আমারে কি কবিতা শুনাই বা?
নবী কাহিনী, বা গজল।
কতোই তো শুনছি বলো!
দেখো আজো মনে রাখতে পারি নাই!


তুমি তো বলতা, মনে রাখিশ এগুলা!
আজ ভুলে গেছি সব, ছাপসা লাগে সবি!
একবার যদি বলতা এসে।
মনে পড়তো বোঝি।


একবারের জন্যও এসে যদি আসতে।
তাহলে আবার একটু তোমায় দেখতাম!