অপরুপ রুপে সাজাইয়া তোমায় দিয়ে দিলাম বিদায়!
আজ থেকে আপন নই,,,,, পর করিলাম তোমায়!
মন চাইলে দেখিতে আসিও, আশায় রবো চেয়ে!
আমার রাজকুমারী রানী হলো খুশি ধরে কে রে?


দিনে দিনে ভুলে যাবে রাস্তা হবে দূর!
আমার বাড়ি আমার সংসার গাইবে এই সুর!
আমারে দেখিতে আইসো যতদিন রই বেঁচে!
মরার পরে আইবি না তেমন,,রাস্তা হবে দূর!


আজ থেকে আপন নই রে,,, হইলাম আমি পর!
শশুর বাড়ি তোমার বাড়ি,,, তারাই তোমার আপন!
তাদের সাথে মিশে থেকে,,নিচু রইও বাকে!
আমারে দেখিতে আইসো সংসারের ফাকে ফাকে।


যতদিন রবো বেচে ততদিনই তো আইবি!
মরার পরে আমার বাড়ির খবর কি আর রাখবি?
মেয়ের জন্য বাপের বাড়ি হয় না কভু আপন!
কিছু দিন দেখতে দেখতে গল্পে দিবে পারি!
বাপের বাড়ি বাপের স্বজন সবই হবে পর!
শুশুর বাড়ি আত্নীয় স্বজন তারাই হবে আপন ঘর!


যতোদিন রবো বেচে রাখিব দুদেভাতে!
সময় করে আইসো নাইওর, আমারে দেখিতে।