কোন এক গ্রন্থে উপন্যাস হয়ে রইবো!
তবু আমি তোমারী থাকবো!
আমি আজীবন রবো চাহিয়া!
এ পরাণ আমি রাখিব বান্ধিয়া।
নয়ন জলে ভাসিব সদা!
তবু তোমাকে আর চাইব না!


আমি তোমার হয়ে, আমারি আকাশে!
মেঘ হয়ে উড়ে বেরাবে, কষ্ট গুলোর সাথে!
আমি আমাকে খুজবো না কোন অজুহাতে!
তোমার মনের ঐ বারান্দাতে।
আমি আমারি আকাশে রবো,শুধু তোমার হয়ে!


আমি আর চাইব না তোমাকে!
আমি চাইব না, চাইব না আর!
এ জীবন এভাবেই করতে চাই পার!
তোমার বিরহ জ্বালায় ভালোই আছি।
সুখে পার করি দিনরাত!


আমি চাইব না আর বনলতা,
বকুল ফুলের মালা!
আমি পড়বো না কভু -
তোমার প্রিয় রংয়ের জামাটা।
আমি অভিমান করেনি -
শুধু মেনে নিয়েছি নিয়তি!


তোমার কথা আমায় ভাবুক করে তুলে,
আমি অক্ষির ঝড়নায় স্নান করে,,
মৃত্তিকা ভিজাই সেই জলে!
আমি ভাবতে পাড়ি না কভু,
তোমারে কাইড়া নিল প্রভু!


আমি চাইব না আর তোমাকে!
আমি অভিমান করেনি,,
শুধু মেনে নিয়েছি নিয়তি!
আমি শিঘ্রই আসবো তোমার ধারে!
আমি আমাকে বিলাইয়া দিতে।