আমি জনতাকে হাসাতে গিয়ে!
হাসতে ভুলে গেছি নিজে!
মেকাব আর পরচুলের ভিড়ে,
হারিয়ে ফেলেছি নিজেকে!!


আমি বহুবার হাসতে চেষ্টা করেছি,
চার দেয়ালের মাঝে!
আমি ততোবারই চোখে অশ্রু মুছে!
উঠেছি, জনতাকে হাসাতে মঞ্চে!


আমায় দেখে জনতা ভিষন আনন্দ পায়!
আমার শুধু মেকাবের আড়ালে মুখ লুকাতে হয়।
কখন জানি হায়-অশ্রু জড়ানো,
নয়ন তারা দেখতে পায়!


আমি ভীষন কষ্টে থাকি,
ভুলতে পারি না দুখ,
চারদেয়ালের মাঝেই আমি,
অশ্রু ঝড়ালে পাই সুখ!

আমি জনতার হাসি দেখে,,
তৃপ্তি মিটে হৃদয়ে!
আমার মতো জানি না কাদে তারা!
কোনো চার দেওয়ালের মাঝে!!!


আমি জোকার হলেও আমি মানুষ,
আমার অনুভূতি জাগে হাসতে!
আমার বড় কষ্ট হয়,,কষ্ট হয়!
আমায় দেখে যখন লুকাও আড়ালে!
ওহে জনতা.............
আমার মতো হাসাবে না আর কেউ!