যদি ভুল করে কখনো বাউল বেশে!
হেটে যেতে পারতাম দেশে দেশে!
ও আমার মনের আশা তাতেই যদি মিটে!
লাভ কি বল -দালানে থেকে!


হাওয়ায় হাওয়ায় নদীর কুলে,,, ভাটি কিবা জোয়ারে!
যেতাম ভেসে ভেসে!
পায়ের তালে গাহিতাম গান!
মনের যত  না বলা কথা,
গানে গানে বলিতাম একা একা!


পাগল  বলে লোক সমাজে,,
তাতে কি আর যায় আসে!
আমার সুখে আমি সুখী!
হবোআমি দেশান্তরী!


যদি বাউল বেশে,, সংসার ছেড়ে!
যেতাম দূরে!
গানে গানে হতো পথ চলা।
ঘুরিতাম এ ত্রিভুবন!
দেখিতাম এর কত রুপ!