আমি মরার আগে মরেছি বার বার!
হয়নি শুধু দাফন!
মরার আগে মরে দেখলাম -কেউ নয়রে আপন!
আপন আপন বলো পিতামাতা, তারাও আপন নয়!
দুই দিনের এই পৃথিবীতে  কত সময় বলো রয়!
আপন ভাবো স্ত্রী  সন্তান,,, তারাও আপন নয়!


আপন ভেবে নিজের দেহ খানি!
যতনে রাখলাম বাধি!
সময় গেলো ঢলে পড়লো!
এ ও আপন নয়!


আমার রুহ নয় দেহের আপন,
আপন নয়রে কেহ?
মরার আগে মরে দেখলাম আমি -
আপন নয় কেহ!
দুই দিনের এই পৃথিবীতে  আপন শুধুই তিনি(আল্লাহ)…