চাতক পাখির ন্যায় আমি চাহিয়া রই!
আমার আশা, উদ্দেশ্য বরাবর সই।
কাটিয়াছি বহুকাল  খেয়ে পিতা নামক ফল।
গাছটি এখন বৃদ্ধ হইয়াছে,
হারাইয়াছে শক্তি, সামর্থ্য, বল।


না খেয়ে রয় দিন,, পার হয় রাত!
পাতিয়াছে এখন আমার কাছে হাত!
বোঝিয়া আমি করি না কর্ণপাত!
চোখের তীরে অশ্রু এলেও,,
আড়ালে করি ছাপ!


দেহের মাঝে লুকিয়ে রয়,,
আমার শত ব্যাথ্যা!
আকাশের দিকে তাকিয়ে দেখি,
আমি শুধুই একা!