একটি পদ্য লেখা হবে!
ভালোবাসা,, সেহ্ন,, মায়া,, মমতা,,
সুখ,, দুখ,,,,, আর যাবতীয় জীবন নিয়ে!
পদ্যে যেমন থাকবে মুচকি মুচকি হাসি!
ঠিক তেমনি থাকবে কান্না রাশি রাশি!


ধরার বুক চিরে কিছু তথ্য হবে সংরক্ষিত!
সীমাহীন ঐআকাশ থেকে কিছু নক্ষত্র হবে জড়িত!
একটি পদ্য লেখা হবে!


বইয়ের পাতা থেকে,,,,ঙ্গানী লোকের কথা,,
মর্যাদা দিতে হবে নিজের কথা
ভাবনা চিন্তায় অটুট থেকে,,,
কল্পনা শক্তিতে বিভোর হয়ে !
একটি পদ্য লেখা হবে?


যে পদ্যে থাকবে কিছু চিরসত্য বাণী!
অমর কিছু কথা হবে রচনা!
এমন একটা পদ্য হবে লেখা!


পদ্য পড়ে হবে উৎসাহিত!
চলার পথ করবে প্রসারিত!
ভয় কে জয় করবে জীবন করবে সতেজ ময়
এমন একটি পদ্য লেখা হবে?