উইপোকাতে আছে পাখা,
দিনের বেলা যায় না দেখা।
ভোর সন্ধাতে উড়ে বেড়ায়,
সকল প্রদীপের আলোই ঘেরায়।
সেই আলোতে যায় উড়ে,
সকল পাখা যায় পুড়ে।
মনে তখন তাঁর দুঃখ ওঠে,
কি করবে চলল সে তাই পায়ে হেঁটে।
চলে সে তাই মনের দুঃখে,
কথা বলবে কি আর মুখে।
মাটিতে হেঁটে চলতে আরাম,
শূন্যে উড়লে হয় যে ব্যারাম।
জানলে আগে যেতাম না উড়ে,
দিতাম আমি পাখা ছিঁড়ে।