কি গরম উঠছে এবার ভাই,
শেওড়া গাছে ভূত নাচেনা তাই।
গরম বাতাস সূর্য মামার তেজ ,
লম্বা জিহ্বা কুকুর নাড়ায় লেজ।


প্রখর তাপ কি যে গরমকাল,
আগুন সম টিনের ঘরের চাল।
পুকুর জলে দিচ্ছে সবাই ডুব,
ঘামছে শরীর উঠছে গরম খুব।


ছাগলগুলো করছে ধড়-ফড়,
শিশু কোলে করছে চিৎকার।
ছেলেমেয়ে গাইছে গীত
গরম রোদে পুড়ি,
কাইলা দাদি জল দেও
বৃষ্টি নামার জারি।


ধুধু মাঠে উড়ছে সাদা বক,
ক্ষণে ক্ষণে ডাকছে দূরে কাক।
দিন দুপুরে এই গরমে
দিচ্ছে শিয়াল দৌড়,
লাঠি নিয়ে ছেলেরা সব
করছে হুল্লোড়।