মহামনীষীর জীবন-কাহিনি আগ্রহভরে পড়ে,
বিস্ময়ে মোরা বিমুগ্ধ হই বহমান কাল ধরে।
সেই কাহিনিরে নিয়ে যায় সব অন্যের কানে কানে,
কাহিনি শুনিয়ে কী বা লাভ হবে প্রয়োগ ছাড়া জীবনে।
এটা করেছেন ওটা করেছেন তারা,
কী করেছি মোরা কখনো ভেবেছি দেখেছে নয়নজোড়া?
বাহির করেছি কথার তুবড়ি আরেকজনের সাথে,
নিজের ভেতরে আমিত্বটাকে ধরতে পারি নি হাতে।
প্রয়োগ যদি না পারি জীবনে করতে,
বন্ধ করব কাহিনি পঠন ক্ষণিকের তরে সাথে।
জগতের যত মহান ব্যক্তি তারা আমাদের দিশা,
তাদের পথের কঠিন  যাত্রাপথে পাব জীবনের বাসা।
কাহিনি শুনতে ভালোবাসি মোরা সকল মানব মিলে,
তাদের মতন নিরলস কাজ করি না জীবনকালে।
গুণীজন যারা যেটা বলেছেন হয়ে গেছে সেটা বাণী,
সেই বাণীগুলো মুখে মুখে চলে বোকামুগ্ধেই শুনি।
বাণী নিয়ে আজ চলে কত কারবার,
মুখপঞ্জির পাতায় পাতায় চলে লাইকের ধার।