সেই সময়কার কথা মনে পড়ে যায়
যখন দুজনে
চাঁদনী নিশির নদীর জলের মতো
চমকের খেলা খেলে খেলে
পাখির বুকের মতো
নিষ্পাপ-মুখর কোমলতা নিয়ে
দরদী মায়ের মতো
অমৃত মমতা নিয়ে
ভালোবেসে যেতাম নিবিড় মনে।
হাজার হাজার আকাশ বানিয়ে
উড়তাম জোড়া নানা সুখ- স্বপ্নে।
ফিসফিস করে বুকে ভয় নিয়ে
তবু কথা হতো
সুগভীর সমুদ্রের মতো
অথবা চুলের মতো
কালো কালো রাতে,
জ্বরের রোগীর মতো
মাঘের শীতের মতো কনকনে রাতে।
পল্লীর কিশোর কিশোরীর মতো
অবাধ সাতার কাটতাম
মাছের নীড়ের মতো
তোমার কথার ভিড়ে
হাজার হাজার রজনীকে নিয়ে।