এই জীবন সংগ্রামে কত ওয়াদা,বিবেকে হয়েছেন তাড়িত। ভাল হওয়ার তাগিদে ওয়াদা গুলো ভুলে গেছেন
চেষ্টা করুন, তবে ক্রমাগত চেষ্টা চালিয়ে,,,


ওয়াদা


আজ থেকে সব বাদ
কয়দিন পরে আগের মত
পূর্বের নেয় স্বাদ।


আজ থেকে সব দূরে
কিছুদিন পর আগের মত
যায় সব উড়ে।


আজ থেকে তওবা
করব না খারাপ কাজ
কিছুদিন পর আগের মত
ভুলে যায় সাজ।


আজ থেকে করবো না
কোন পাপ
কিছুদিন পর আগের মত
হয়ে যায় স্বভাব।


আজ থেকে নিলাম ওয়াদা
খুজব না অন্যায় পথ
কিছুদিন পর আগের  মত
পাল্টে যায় মত।


এই জীবনে নিয়েছেন হাজারো ওয়াদা
ধরে রাখতে নাহি পারি
বার বার ভুলে গিয়ে
ধোকার দেয়াল দিয়েছেন সাড়ি সাড়ি।