দ্রব্য মুল্য লাগামছাড়া , বাজারে কি যাব?
অভুক্ত পেট,পরিবার; ভাবছি কি বাদ দিয়ে কি খাব।?
দ্রব্যমুল্যে কাহিল হয়ে ভাবছি  মনে মনে
ঐ আকাশে ফিরতে চাই, কে কার কথা শুনে।


শুনে বলে লাভ কি? সকল পণ্যাদি আকাশ চড়া
তাই ঐ আকাশে ফিরতে চায় ; সবাই তো অঘাটের মরা।
মরাদের দল ভাড়ি হয়েছে,লুটেপুটে কেউ খায়
নিত্যপন্যে নাকাল জনতা,বেঁচে থাকায় দায়।


দায় দায়িত্ব কে নিবে, শিয়ালে কি মুরগি খায়?
লাগামহীন নিত্যপন্যে অসহায় জনতা, বুলি আওরায়।


কাকে বলব,আকাশের বিশালতায় তাকিয়ে এখন ভাবি
বিচার চাই না তোমার পানে,নেই কোন দাবি।
দাবি দাওয়া অধিকার আম জনতা আমরা নিম্ন পাবলিক
লাগামছাড়া নিত্যপন্যে আমার আয় কেন অমানবিক?