ডাক নামে ডাকছে ভোর           শিস দিয়ে তোর শহর
           আমি তোর  হৃদয় ছুঁয়ে সুর পাঠাই
খুজি গান কাধের তিল                 দুচোখের অন্ত মিল
               আমি আজ বর্ষা ফেরত সুর পাঠাই।
আমি তোর মেঘলা দিনে                 কাধের ধার
               আমি তোর জোসনা ভেজা কালকেটাই
আমি খুজি একলা ছাতা                 রাত ভেজা গল্পটাই
                 আমি তোর রিদয় ছুয়ে সুর পাঠাই।
নিভে যাওয়া আলো                      রেখেছি গোপনে
                   ফেলে আসা কথা মনে আনমনে
ডাকনামে আরতো                      ফিরে আসবে না
                 খুজে গান এই শ্রাবনের ঠিকানা।
আমি তোর ফিরতি                     পথে ডাক পাঠাই
               আমি তোর মেঘ বালিসে চোখ ভেজাই
আমি খুজি একলা ছাতা            রাত ভেজা গল্পটাই
                    ডাকনামে ডাকছে ভোর
শিস দিয়ে তোর শহর।           আমি তোর মনটা ছুয়ে সুর পাঠাই