দূরন্ত সেই মেঘবালিকা নামটি ছিল শেফালী,
মনের মাঝে কষ্ট চেপে সুখটা কেন দেখালি।


সারাবেলা এদিক ওদিক চলতি থেমে থেমে,
হঠাত করে পরে গেলি একটি ছেলের প্রেমে।


বাবা মা তোর কেউ ছিলনা, এই বিয়েতে রাজি,
সারাবেলা তাইতো তোকে করত বকাবাজি।


প্রেমের জন্য এক মাস তুই ঘরে ছিলি বন্ধী,
কেমন করে করলিরে তুই এমন আজব সন্ধি।


বুধবারের সকালে তুই খেয়ে নিলি বিশ,
মৃত্যুটা নয় এত সোজা, কঠিন জিনিস।


তোর বাবা,মা রইল বশে ICU গেটে,
লাশ হয়ে পরে রইলি হাসপাতালের বেডে।


তোর, শিউলি গাছে ফুটেনা আর আগের মত ফুল,
দোয়া করি তোর মত আর কেউ না করে ভুল।


বুকফাটা ঐ কষ্টগুলো বলতে পারলি না,
সারাটি রাত কান্দেরে তোর এই অভাগী মা।

বিঃদ্রঃ (এই কবিতাটি বাস্তব ঘটনা অবলম্বনে লেখা হয়েছে)