নারী তুমি বহু রূপী
.............মোঃ আরিফুল ইসলাম লাভলু
              


নারী তুমি শান্তির হিমালয় গিরি
নারী তুমি বিষাদময় বঙ্গোপসাগরের নির্মম ঊর্মি।


নারী তুমি সুখ শান্তির ইতালির শহর রোম
নারী তুমি বহু পুরুষের ঐ শহরে গিয়ে হারাম করেছে ঘুম।


নারী তুমি সম্রাট শাজাহানের প্রেমময় তাজমহল
নারী তুমি মীর মোশারফ হোসেনের বিষাদসিন্ধুর নেত্র জল।


নারী তুমি সুখের সোনালী পিয়ালা
নারী তুমি সাহারা মরুভূমির সম বুক ভরা জ্বালা।


নারী তুমি শত্রুদমন প্রান্তরে যুদ্ধে-বিগ্রহ-সমর
নারী তুমি মহা বিশ্বের,মহা রমরমা খবর।


নারী তুমি সোনালী রোদের ইতালির মোনালিসার রহস্যময় হাসি
নারী তুমি বহু মিথ্যা মামলার গলাই ঝুলিয়েছ বহু নন্দনের ফাঁসি।


নারী তুমি বসুন্ধরার সব কবিদের অর্ধভাগ  বেদনাদায়ক কবিতা
নারী তুমি অদ্য লাইন চ্যুত মানবতা


নারী তুমি সত্যিই সমুদয় কিছুর'ই বৈচিত্র্যময়
নারী তুমি,দাওনা সতত উদার হিয়ার পরিচয়।


নারী তুমি অজস্র মানবের জন্য আশীর্বাদ
নারী তুমি অজস্র মানবের জন্য অভিশাপ।


নারী তুমি আরব্য দেশে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা
নারী তুমি জার্মানির এডলফ হিটলারের মত জ্ঞাপন করি নিন্দা।


নারী তুমি কবি-কবিতা
নারী তুমি চরিত্র ধ্বংসের সঙ্গীত নামে স্বাধীনতা।


নারী তুমি বোন,ফুফু এবং শ্রেষ্ঠ নাম মা জননী
নারী তুমি জানো!এই জন্য হিংস্র হয়ে প্রলয় করি না এই ধরণী।


নারী তুমি লোভী
নারী তুমি বহু রূপী।