ঈদ মানে সবার জন্য নয়তো আনন্দ
আছে মোর ঢের দ্বিধাদ্বন্দ্ব।


সমাজের অজস্র ব্যক্তি আছে-যাদের বিবেক অন্ধ,
চিরদারিদ্র্যতার ভাগ্যলিপি কি কুৎসিত মন্দ।
নাসিকাতে ভেসে আসে দৈন্যদশার গন্ধ,
হে সমাজপতি!তোমরাও-তো দারুণ ভন্ড।


কবে হবে তোমাদের  বিবেক জাগ্রত?
নাকি দৈন্যদশাদের যাত্রা,চলবে অবিরত।


তাদের আসন,চির দৈন্যদশা,
আর তোমরা?চির বিলাসিতার আসনে বসা।
মৃত্তিকা গগন ব্যবধান
আবার তোমরাই দাও দারিদ্র বিরোধী-
লম্বা লম্বা শ্লোগান।


গাইতে বলিস্ সাম্যবাদের গান,
ওরে বদমাইশ,এটাই কি দিয়েছে শিক্ষাদান?
মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল-কোরআন।