তত্বকথা
=====
জ্ঞানীর জ্ঞান সাধুর ধ্যান,নিয়ে তোমরা কেন, বিবাদ কলহে অযথা থাক রত,


স্রষ্টার তরে হও মত্ত,সৃষ্টি তত্বে থাকিও না রত,শুভ কামনা সতত।


করো তাহা বিশ্বাস,তোমার প্রাণের নিঃশ্বাস,সবাই তাঁর হাতের খেলার পুতুল;


অদৃষ্ট সুরা করো অচলা ভক্তিতে পুরা,দিনাতিপাত খেলো না নিজের মত।


আগস্ট ১৫, ২০১৭