খুব সহজেই হাসতে পারে সে
তার মত হাসতে পারে কে?
সূর্যের মত হাসতে পারে, খুব সকালে উঠে
মেঘ দেখেও হাসতে পারে, বাদল গেলে টুটে।
হুতুম পেঁচা বসে আছে, পাশের বাড়ির বাঁশে
শিমূল গাছে শালিক বসা, তাই দেখেও হাসে।
বুড়া-বুড়ি মাঝে মাঝে, ঘরে বসে কাশে
দুধ খেয়েছে বিড়াল ছানা,তাই দেখেও হাসে।
নিজের দুঃখে কাঁদেনা সে, আঘাত পেলে বুকে
সবার দুঃখে কাঁদতে পারে, হাসে সবার সুখে।
তার হাসিতে সবাই হাসে, দুঃখ রাখে ঢেকে
বুকের ভিতর কান্না দেখলে, সবাই তারে ডাকে।
হাসতে পারে যেমন করে, হাসায় সবায় তেমন
এমন মানুষ চাই সকলে, সে হয়েছে যেমন।


জুলাই-০৩-২০১৭