এইখানে কী? দেখছি বসে-
বলল বুড়ো, হেসে হেসে।
আমরা এখন উনিশ কুড়ি
তোমার হবে চারটে কুড়ি।
তোমার বসতে মানা এই স্থানে
এ’সময়ে থাকবে তুমি গোরস্থানে।
এখানে জলসা বসে লাল শরাবে
এসব কি তোমার পেটে সবে?
বলছি তবে শুনো
যদি আমার কথা মানো।
আমার যখন ছিল উনিশ কুড়ি
উড়িয়েছি কত রঙিন রঙিন ঘুড়ি।
এসবে কেউ বাড়াইত না হাত
দেখলে কেহ যায় যদি তার জাত।
বাবা-মায়ের কড়া শাসন
নিত্য ছিল মনে পোষণ।
আরেকটি কথা শুনো
যদি আমার কথা মানো।
অন্ধকার-ই দেখবে শুধু, যদি এসব কর
সবা্র থেকে শিখবে তুমি, না দেখে ছোট বড়।


জুলাই ০৪, ২০১৭