বর্ষার জলে ঢলে ভেঙ্গে গেছে সীমানা প্রাচীর,
থৈ থৈ স্রোত ধারায় ভেসে যায় মজুরের নীড়।
দাঁড়াবার ঠাই নেই আমার এই জল ঠাসা গাঁ-য়ে,
কে আছো ভাই মাঝি নিয়ে যাও তোমার নায়ে।
আসিছে ঐ পাহাড়ের ঢল,-ভরা জোয়ারে মেঘনার জল,
কৃষকের স্বপ্ন ভাসে, ভেসে যায় ধুলোতে বোনা ফসল।
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে লড়াই করে কাটে নিদ্রা হীন রাত,
আগামী ভোর না জানি আসে আরো কত বড় আঘাত!
বানের জলে ভাসছে মানুষ, কাঁদছে পশু-পাখি
ক্ষুদার জ্বালায় ভাঙ্গে পাঁজর পাথর চেপে রাখি।
খরা-তাপদাহে পুড়েছিল ফসল, ‘হয়নি বোরো ধান মাড়াই’
হাউসের আউস ও ভেসে গেল জলে, বেঁচে থাকার নিদারুন লড়াই।


আগস্ট ১৬, ২০১৭