দেশটানাকি হয়েছে স্বাধীন, ছেচল্লিশ বছর আগে
আমার তখন জন্ম হয়নি, যুদ্ধ পাইনি ভাগে।
দেশের বুকে হায়েনার হাসি, দেখে পুড়েছে মন
সেদিন থেকে অস্ত্র হাতে, করেছে বাঙালি পণ।
শুনেছি অস্ত্রের চেয়ে শক্তি ছিল, একতা আর বল
তাই দেখিয়া পালিয়ে ছিল, পাক সেনাদের দল।
দেশকে বাঁচাতে হয়েছেন তাঁরা, হায়নার মুখে খাদক
বিনিময়ে তাঁরা চায়নি কখনো, স্বাধীন দেশের পদক।
এখনো করে প্রশ্ন বাঙালি , শহীদদের সংখ্যা নিয়ে
তোমরা এ কেমন স্বাধীনতা, আমাদের গেলে দিয়ে।
জাত ভেদাভেদ ছিলানা বাঙালি, ছিলনা কোন শোষক
ছেচল্লিশ বছরেও জানতে পারলাম না, স্বাধীনতার আসল ঘোষক।
স্বাধীন দেশে স্বাধীনতা খুঁজি, কোথায় তুমি স্বাধীনতা?
স্বাধীনতা নয় কারো হাতের পুঁজি, দয়ার দানশীলতা।
আদায় করিব নিজের অধিকার, হায়েনার মাথা খাব
স্বাধীনতা তোমাকে ফিরিয়ে আনতে, আমি যুদ্ধে যাব।