শ্রাবণ-ধারা
জয়শ্রী কর


আজ এ শ্রাবণে সুরের বাঁধনে
ঝরে না তেমন ধারা
মেঘলা আকাশ মনে উচ্ছ্বাস
আকুল পাগলপারা।


টাপুর-টুপুর মিষ্টি দুপুর
মেঘপরিদের মেলা
শাখায় শাখায় পাখি গান গায়
শ্রাবণসন্ধ্যাবেলা।


অরুণ-কিরণ রাঙাল এ মন
চাষ করে চাষি মাঠে
খুশির পরশ হৃদয়ে হরষ
মাঠে মাঠে বেলা কাটে।


পুকুরের জল করে টলমল
ডাহুক পুকুরপাড়ে
শিউলি সুবাস খুশি একরাশ
শরতের উঁকি দ্বারে।


রঙিন আকাশ শীতল বাতাস
পেঁজা তুলো রাশি রাশি
মন উড়ে যায় কোন অজানায়
কে ওই বাজায় বাঁশি।