.            শোকাতুর


জলের তোড়ে ভাঙল নদীকূল
   অসময়ে ঝরল দুটি ফুল।
       কী খেলা তোমার
      রইল না কেউ আর
  চক্ষে আঁধার শুরু বক্ষশূল।


                    বৈষম্য


বড়দিনে জমকালো সাজ উড়ে বেড়ায় মন
  গভীর রাতে বিত্তশালীর চিত্ত-বিনোদন।
          একটু দূরে পথের পাশে
             কারা যেন অট্টহাসে
   অনাহারে ধুঁকছে বসে ব্যর্থ আবেদন।