নবীন পাতা
জয়শ্রী কর


শুকনো পাতা শীতের শেষে
লুটিয়ে পড়ে মলিন বেশে।
বৃক্ষ তখন পত্রবিহীন
বিষণ্ণতায় কাটে ক'দিন।


সেজে ওঠে নতুন সাজে
স্বমহিমায় সে বিরাজে।
খলখলিয়ে ফাগুন মাসে
কচিপাতা তখন হাসে।


শিশু দোলে মায়ের কোলে
হাসি ফোটে আমের বোলে।
বিহঙ্গেরা বনবিতানে
মাতায় ভুবন মধুর গানে।


আলো জ্বালে নবীন পাতা
নাড়ির টানে যেন গাঁথা।
শিশুর মতোই ওই কিশলয়
বসন্ততে মন করে জয়।


© জয়শ্রী কর