মনের কথা
জয়শ্রী কর


জমানো মনের কথা লেখায় প্রকাশ
সবাই মুখের কথা করে না বিশ্বাস।
গল্প কবিতা ছড়ায় কবি লিখে যায়
স্মরণীয় হয়ে থাকে স্মৃতির পাতায়।


প্রতিটি বর্ণের গায়ে আছে কত কথা
যদি সুর থেমে যায় ভোবো না অযথা।
দিন ফুরিয়ে গেলেই রাত্রি  নেমে আসে
ঘুমঘোরে সেই ছবি আঁখিপটে ভাসে।


সুরক্ষিত রয়ে যায় গোপনতা যত
গাঁথা অক্ষরমালিকা খুবই সুসংহত।
বন্ধন অটুট থাকে যুগ যুগান্তর
সৌরভ ছড়িয়ে যাবে মালা নিরন্তর।


যত বলি সব কথা হয় নাকো শেষ
সংগীত শোনার পর রয়ে যায় রেশ
রবি শশী তারা দেখি শয়নে স্বপনে
যতদিন রই ভবে জীবনযাপনে।


কথাই হাসাতে পারে আবার কাঁদায়
জীবনের কথা বলে জীবন বাঁচায়।  
চিরকুট লিখে গেলে সযতনে থাকে‌  
ভুলে যদি যাই কিছু চিঠি মনে রাখে।


© জয়শ্রী কর