খোকা যখন একাকী
জয়শ্রী কর


মনটা কেমন করে
অফিস গেলে তখন আমি একা কাটাই ঘরে।
বাবা থাকে অনেক দূরে ছুটি পেলেই আসে
ও' দিনগুলো ভালোই কাটে রইলে বাবা পাশে।


হয় না মনে কিছু
তখন আমি ঘুরে বেড়াই বাবার পিছুপিছু।
বাবা যখন বেরিয়ে পড়ে তাকাই মুখপানে
ঝাপসা হয়ে আসে দুচোখ ভালোবাসার টানে।


পথটি চেয়ে থাকি
একলা বসে রং তুলিতে বাবার ছবি আঁকি।
পড়ার ঘরে একা একা মন বসে না পড়ায়
বইয়ের পাতা বন্ধ করে চড়ি কাঠের ঘোড়ায়।


আসতো ভালোবেসে
জানলা দিয়ে ইশারাতে ডাকতো আমায় এসে।
ওদের সাথে গল্প করে কাটতো আমার বেলা
তখনই মা বলত হেসে করছো পড়ায় হেলা।


রও না যখন ঘরে
কত গল্প বলতো বাবা সেসব মনে পড়ে।
চাঁদের বুড়ির গল্প শুনে ঘুমিয়ে যেতাম আমি
আদর করে বাবা আমায় তখন দিত হামি।