পাহাড় থেকে নেমে
বিপুল বেগে এগিয়ে চলে
যায়না কভু থেমে।


প্রবল তোড়ে জল
ঝাঁপিয়ে পড়ে বহুত নিচে
অসীম মনোবল।


বাঁধকে গিলে খায়
ভাঙছে বাড়ি ডুবছে মাঠ
মর্জি মতো ধায়।


আলোর ছোঁয়া পেয়ে
বর্ণালিতে রঙিন হলে
আমরা উঠি গেয়ে।


সাগর পাহাড় ধাম
হাসিকান্না নিত্যসাথি
ছুটছে অবিরাম।