হঠাৎ কালবৈশাখী
জয়শ্রী কর


দিনের শেষে মাঠের মাঝে দাঁড়িয়ে আছি একা
নিভে গেল পথবাতি যায় না কিছু দেখা।
কালো মেঘে আকাশ ছেয়ে উঠলো ঝড়ো হাওয়া
পথের ধুলোয় আঁধার হলো যায় না ছুটে যাওয়া।


অন্ধকারে চোখে-মুখে ঢুকছে ধুলো বালি
গাছের শাখা পড়েছে ভেঙে উড়ছে ঘরের চালি।
প্রাণের ভয়ে ছুটছে তখন গাড়ি বাইক নিয়ে
দৌড়ে যাবার নেইকো উপায় পড়ব চাকায় গিয়ে।


কোনোক্রমে দাঁড়িয়ে গেলাম চোখ ঢাকা আঁচলে
ঘরের ভিতর জ্বলছে আলো ভিজছি বৃষ্টিজলে।
ঘন ঘন বজ্রপতন বৃষ্টি মুষলধারে
আকাশ ভেঙে পড়ছে যেন ডাকব সেথায় কারে।


ভয়ে তখন উঠছি কেঁপে ফিরব কেমন করে
প্রাণ বাঁচাতে কড়া নাড়ি ডাকছি জোরে জোরে।
ঘরের ভিতর কে আছো গো খোলো ঘরের দ্বার
বাবু এসে দিল খুলে নিশ্চিন্ত এবার ।


সযতনে হাসিমুখে দিল চেয়ার পেতে
আপ্যায়নে নেইকো ত্রুটি বলল কফি খেতে।
কিছু সময় কাটিয়ে বলি বৃষ্টি গেছে থেমে
এবার আসি আবার হয়তো বৃষ্টি আসবে নেমে।


© জয়শ্রী কর