গোধূলিবেলা
জয়শ্রী কর


কে রাঙালো লাল আবিরে
গোধূলিতে আকাশটাকে?
পাখিরা সব ফিরছে নীড়ে
সন্ধেবেলা ঝাঁকে ঝাঁকে।


উঠছে যেন অগ্নিশিখা
দিগন্তে ওই সবুজ বনে
বৃষ্টি ছাড়াই নিভে গেল
ইন্দ্রধনু নীলগগনে।


রঙের ছটা জলে-স্থলে
গাছের শাখায়, পাখির ঠোঁটে
রাখালবালক বাজিয়ে বাঁশি
ধেনু নিয়ে ফিরছে গোঠে।


আকাশপানে তাকিয়ে আছি
মুগ্ধ আমি রূপের ছটায়
অ-আ-ক-খ বর্ণ দিয়ে
আঁকব ছবি খাতার পাতায়।  


নিত্য নতুন রং গুলিয়ে
আপন মনে দেয় ছড়িয়ে
মন-ক্যামেরায় বন্দি করি
শূন্য হৃদয় দেয় ভরিয়ে।


© জয়শ্রী কর