গাছের ছায়ায় খুশির খেলা
জয়শ্রী কর


ওরে খুকু কোথায় রে তুই?
এইতো আমি নদীর তীরে
কী আছে ওই শিরীষ গাছে
চলনা এবার বাড়ি ফিরে।


ছানাগুলো এখন বাসায়
রৌদ্রছায়ায় মাখামাখি
উড়বে ওরা নতুন দেশে
দেয় না সাড়া যতই ডাকি।


কেউ কাছে নেই কেবল ছানা
মা তো গেছে খাবার খোঁজে
খাবার নিয়ে কখনো ফেরে
তখন ওরা মাতবে ভোজে।


সারাটি দিন একলা বাসায়
তাইতো বসে আঁকছি ছবি
সন্ধ্যা হলে ভয় করে যে
হারিয়ে যাবে তখন রবি।


খুকু যে রয় মায়ের সাথে
আকাশপানে তাকিয়ে থাকে
পড়েই থাকে খাবার দিলে
খায় না নিজে ডাকে মাকে।


ওদের কাছে কী শিখেছিস
ছানা দেখে কাটাস বেলা?
মা তো ওদের উড়তে শেখায়
গাছের ছায়ায় খুশির খেলা।