একাকীত্ব
জয়শ্রী কর


একা থাকি একা গাই কত কথা ভাসে
পড়ে আছে কত স্মৃতি দেখি চারপাশে।
আমি দাঁড়ি আমি মাঝি নদীতে তরণি
প্রকৃতির রূপ দেখি হাসিছে ধরণী।


প্রেম-প্রীতি-ভালোবাসা দেয় হাতছানি
রূপ-রস-পরিমল মন নেয় টানি।
পাখিদের কলরব ছুঁয়ে যায় মন
বাংলামায়ের রূপ অরূপ রতন।


খাঁ-খাঁ ঘর থাকি একা চাঁদ দেখে খুশি
বুলবুলি শিস দেয় নাচে মৌটুসী।
মালতি-টগর-যূথী হাসে খিলখিল
অপলকে চেয়ে থাকি ভাবি কত মিল।


নির্জনে ডাকি তাঁরে কিছু নাহি চাই
ও রাঙা চরণ তলে পাই যেন ঠাঁই।
ভালোবাসা সুখদুখ আঁধার ও আলো
ভাবি মনে, সব নিয়ে এ ধরণি ভালো।


© জয়শ্রী কর