দুর্নীতি
জয়শ্রী কর


রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আজ
বাঁচবে মানুষ কেমন করে
যোগ্য যারা ঘুরছে পথে
এসেছে আজ সব গোচরে।


আপন স্বার্থে মানুষ এখন
মানুষকে না ভালবেসে
লোভের বসে যাচ্ছে লুটে
এমন চিত্র সারা দেশে।


অসৎকাজে লিপ্ত মানুষ
অর্থলিপ্সা গেছে বেড়ে
দেশজুড়ে তাই হানাহানি
নিরীহ প্রাণ নিচ্ছে কেড়ে।


মানুষের মন বিষিয়ে গেছে
রোগ-ব্যাধিতে ভুগছে মানুষ
ভাবছে না কেউ দেশের কথা
বদ নেশাতেই হচ্ছে বেহুঁশ।


নিয়োগ প্রক্রিয়াটা পুরো
ভরে গেছে দুর্নীতিতে
কোথায় গেলে মিলবে রেহাই
পারবে কি কেউ বলে দিতে?


দুর্নীতিকে রুখবে যারা
তারাই ডাকাত চোরের রাজা
আমজনতা সজাগ হলে
তবেই ওরা পাবে সাজা।