অসহায় জীবন
জয়শ্রী কর


শীত আসে শীত যায়
কাঁথা নেই অসহায়
ঝুপড়িতে শুয়ে থাকে
শুধু ছেঁড়া চট গায়।


এভাবেই দিন কাটে
তবু মনে জাগে আশা
মা যে তাঁর কাজে যায়
পায় নাকো ভালোবাসা।


খালি গায়ে সাজি হাতে
যায় রোজ দেবালয়ে
আঁখিজলে অঞ্জলি
করজোড়ে নত হয়ে।


মা বোঝে শিশুর ব্যথা
কাজে কাজে দিন কাটে
ফিরে আসে রাত্রিতে
ব্যথায় বক্ষ ফাটে।