আসবে উমা
জয়শ্রী কর


বঙ্গে শরৎ এলে
মৃৎশিল্পীর ফুরসত নেই
দেখতে পাবি গেলে ।


ব্যস্ত সারা পাড়া
নিপুণ হাতে গড়ছে ঠাকুর
আছে কাজের তাড়া।


দেশ-বিদেশে যাবে
বায়না আসে বছর বছর
কিছু অর্থ পাবে।


জীবন গড়ে তোলে
মার পরশে হৃদয় নাচে
দুঃখ ব্যথা ভোলে।


যায় না রে ভাই মাপা
মায়ের আদর ভালোবাসা
কষ্ট থাকে চাপা।


ব্যাকুল হয়ে ডাকি
মার হাসিতে জগৎ হাসে
আমরা সুখে থাকি।


© জয়শ্রী কর